সুনন্দিতা ভয় কেন পাও
অন্ধকার যতই ঘন হোক
আলো আসবেই
যতই আসুক ঝড়, থেমে যাবে শান্ত হবে সব।


প্রগতির চাকাকে যতই উল্টো দিকে ঘুরাতে চাক
পারবে না ওরা কোন দিন।
প্রগতি এগিয়েছে সবসময় সমহিমায় !
যখন তথাগতিত মানবতার কথা বলে
আমাদের পায়ে শিকল পরাতে চায়
ওরা ভেবে দেখেছে কি?
শিকল পরাতে পারবে
না ওরা পারবেনা কোন দিন।।


সাম্রাজ্যবাদ যতই বিপদে ফেলুক
সাময়িক কষ্ট হবে
কিন্ত পারবে না।।
যতই নিভিয়ে দিতে চাক আমাদের চেতনার মশাল
এ মশাল নেভাতে পারবেনা
আলো আসবেই, তাকে আসতেই হবে
সব আলো কি ঢেকে রাখা যায় বলো?
তুমি কেন ভয় পাও প্রিয়তমা
বিপ্লব আসবেই
এখানো অপেক্ষায় আছে লক্ষ লক্ষ শহিদের মা
বোনের সম্ভম হারানোর বেদনা নিয়ে ভাই
প্রিয়তম পিতা হারানো বোন
আর যে শিশু সব হারানোর কষ্টে শুধুই কেঁদেছে
আজ সে পূর্ণাঙ্গ যুবক
শুধু সময়ের অপেক্ষা করছে সে।।


সূর্য হয়ে আসছে বিপ্লব
আসেছে আলো
ঘুচাতে সমস্ত অন্ধকার।
সুনন্দিতা ভেবো না আলো আসবেই
তাকে যে আসতেই হবে।।