এসো বৈশাখ সম্প্রীতির বাঁধনে
এসো আলো, ঘুচাতে সব অন্ধকার।
যে কৃষক বসে আছে চৈত্রের ক্ষরতাপে
ফসল পুড়ে যায় ঝলসানো রোদে
তুমি এসো বৈশাখ বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেও মাঠ জমি আর ফসল...
যে অন্ধকার আমাদের বুকে বসিয়ে ফিয়েছে কৃষ্ণপক্ষ
চেতনাকে করছে বিকৃত
তুমি এসো বৈশাখ জ্যোৎস্নার স্নিগ্ধ প্লাবন হয়ে
আলোয় আলোয় মুক্ত কর সব অন্ধকার।


এসো বৈশাখ  শান্তি আর সাম্যের গান হয়ে
মানুষে মানুষে ভেদাভেদ দূর করে
জয় আনো মানবতার জয়গানে
এসো বৈশাখ সম্প্রীতির বাঁধনে
এসো আলো, ঘুচাতে সব অঅন্ধকার।


এসো বৈশাখ বাঙালির চির নতুন বেসে
সুন্দর আগামী গড়ার
সাজিয়ে রেখে সব পথ হৃদয়ের আলপনায়...।


এসো বৈশাখ পৃথিবীকে গড়ে তুলি
আনন্দে আর হাসিগানে জয় আনি জীবনের জয়গানে
এসো বৈশাখ সম্প্রীতির বাঁধনে
এসো আলো, ঘুচাতে সব অন্ধকার।।