মাঝে মাঝে খুব স্বার্থপর.. হতে চাই
যা কিছু সব.... সব আমার হবে...
হবে বিলাশবহুল প্রাসাদ,
অতি আধুনিক গাড়ি
স্বপ্নে থাকবে রাজপথ- রেলপথ - স্টেডিয়াম -
আমিই মহারাজাধিকার....
আর কেউ নয় !
অনাদি দিগন্ত সমুদ্রতট-একলা
পাহাড়চূড়া
থাকবে শুধু আমারই অপেক্ষিত
টাইটানিক মতো জাহাজ,
লালকেল্লা,
সম্রাট সাজাহানের তাজমহল
বিরাজমান আমার মেহেবুবা
তুরুপের টেক্কাখেলায় আমি
হয়তো রাজাসন
সব চাই..... সব চাই আমার -
......... আরও অনেক
নামজাদা শিল্পপতি, অনেক-
অনেক টাকারগরম
শ্রমিকসংঘ থাকবে শোষণ-
শাসন পরাভয়ে
হ্যাঁ...... হ্যাঁ সব চাই আমার-
সব চাই।।


না এসবের আমার কিছুই চাই না
লাগবেও না
চাইও না কোন দিন!
তবে আজ আমি স্বার্থপর হতে চাই
একটি মাত্র কারণে-
তা শুধু তোমার জন্য,
শুধুই তোমার জন্য প্রিয়তমা ।।