প্রিয়তমা আমার আমাকে নিয়ে তোমার ভয় আমি জানি
কিন্ত বিশ্বাস করো প্রিয়তমা
তোমার জন্যই আমার সমস্ত কিছু
তোমাকে ভালোবেসে পাড়ি দিয়েছি এত পথ..।
আমার কবিতা গান শুধু তোমার জন্য লেখা একথা আমি বলবো না কোনদিন!
কারণ আমি যে লিখি দেশের জন্য, সমাজের জন্য পিছিয়ে পরা প্রান্তিক জনগোষ্ঠী,  কৃষক শ্রমিক মজুর যুবা সবার জন্য।
যদিও অনেক লেখা তোমার ভালোবাসা অনুপ্রেরণা যুগিয়েছে
এনে দিয়েছে মধ্য রাতের স্নিগ্ধ সংলাপ
সেটাই কখনো হয়ে গেছে কবিতা আবার প্রিয় গান।
কবিগুরু তাঁর সব কিছু ঢেলে দিয়েছেন আমাদের জন্য বাঙ্গালির জন্য।
প্রিয় কবির কথা কখনো চিন্তা করেছো কি?
সব দিলেন তিনি আমাদের।


তুমিইতো আমাকে লিখতে সাহায্য করে চলেছো
এবং বিশ্বাস রেখে বলেছিলে -
এই আমি কবি হয়ে যাই লিখে যেন যাই
অমর কবিতা..
আমি কবি হয়েই তোমার প্রিয় কবিতা হতে চাই সুনন্দিতা।
শুধু তোমার জন্য নয়
হতে চাই বিপ্লবী কবি
সাম্যের গানে প্রগতির পথে শুধুই হাটতে আর স্নিগ্ধ
পরশ দিয়ে এনে দিতে চাই শান্তি
শান্তি শান্তি শান্তি।।