কবি সৈয়দ শামসুল হক'র প্রতি শ্রদ্ধাঞ্জলি



তুমি কোথাও যাওনি প্রিয়স্বজন
না তোমার মৃত্যু নেই
তুমি চলে গেছ চিরন্তন সত্যের দিকে
যা আমরা ধাবিত হই প্রতিক্ষণ প্রতিদিন
তুমি কোথাও যাওনি যেতে পারোনা
এই আছো আমাদের গ্রাম বাংলায়
সবুজ শ্যামল নীলিমায়।
পায়ের আওয়াজ এখনো শুনতে পাই
তুমি হেটে যাচ্ছো...
শাহবাগ প্রজন্ম চত্ত্বরে মধুর ক্যান্টিনে কিংবা
হাকিম চত্ত্বরে সবুজ ঘাসের উপর দিয়ে।
কবিতা উৎসবে-
যতবার তোমার সাথে দেখা হয়েছে তারুণ্য দীপ্ত আহবান
তোমার প্রিয় আলিঙ্গনে।


তুমি আপন মহিমাময় জড়িয়ে ধরে আলিঙ্গনে
আবদ্ধ করেছো গ্রাম থেকে উঠে আসা
কিশোর তরুণ কবিদের-
তারা তোমারি অনুপ্রেরণায় কবি হয়েছে
আমাদের জন্য
দেশের জন্য
সুন্দর আগামির জন্য
জাতির জনক বঙ্গবন্ধু'র জন্য
সুখি সুন্দর  ক্ষুধা দারিদ্র্য মুক্ত সোনাল বাংলার জন্য
লিখি যাচ্ছে অসাধারণ সব কবিতা।
তুমি নেই
কে বলেছে?
তুমি এসেছো
থাকবার জন্য দেবার জন্য
সাহিত্যের মহানদী তুমি
আমরা একটু একটু করে জল নিয়ে তৃষণা মেটাবো।
প্রিয় স্বজন তুমি আছো থাকবে
অনন্তকাল
হৃদয়ে চেতনায়
বাঙালির বিশ্বাসে আর ভালোবাসার শ্রদ্ধায়।।