আজ তোমার চিঠি পেয়েছি প্রিয়তমা।
আমার প্রতি তোমার অনেক অভিযোগ।
সব চেয়ে বড় অভিযোগ আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি! যোগ্যতা দিয়ে যদি হৃদয় জয় করা যেত? তাহলে তো আর কোন প্রেমিক প্রেমিকা ভালোবাসা নামক বিষয়টি নিয়ে ভাবতোইই না।
এতো কবিতা গল্প উপন্যাস লেখা হয়তো হত না। তোমাকে জয় করে যদি আমি পরাজিত হয়ে থাকি তোমার কাছে তাহলে তুমি যা ভেবে চলে গেলে সেটা তোমার জয় হল!  জীবন জয় করতে আমি আজ হয়তো তোমার কাছে পরাজিত। আর তুমি অপরাজিত। যখন জীবনের শুরুতে তোমায় ডেকেছিলাম তখন তুমি হয়ে উঠলে মহারাণী!  তোমাকে ছোঁয়ার অনুভুতি গুলো আজ ধুসর করেছিলে তুমিই। আমাকে তোমার ভয় আমি জানি। যদি প্রশ্নের জন্ম হয় প্রতিটি দিন কিন্তু তুমিতো কোন প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেলেই না!  অসাধারণ তুমি সুনন্দিতা।
ভালো থেকো।
শুভময় অনুভুতি রেখে গেলাম।
অরিন্দম।