না প্রিয়তমা! আজ কোন অভিযোগ নেই
নেই কোন অভিমান
আগত দিনের কথা ভেবে
সব কিছু সুন্দর করে দেখবার চেষ্টা
অবিরত রেখেছি।
শারদ শুভ্রতা আমাকেও অনাবিল শুভ্রতা এনে দেয়
তোমার জন্য কাঁশবনে
কিংবা কুঞ্জবন হৃদয়ে না বলা কথা বলেছি সংগোপনে।
এখনো মধ্যরাতে একা অজানা পথা হেঁটে যাই..
এখনো পূর্ণিমারাতে জোছনা প্লাবিত আলোয় খুঁজি নিজেকে।
অনুযোগ নেই যদি বলি, অভিযোগ নেই যদি বলি
ভালোবাসা কি তাহলে সত্যির কাছে জয়ি হয়?
না প্রিয়তমা এটা হবার নয়
অনুযোগ অভিযোগ হয় শুধুতেই ছিল
হয়তো এখনো আছে নদীর মতোই চলমান...
ভালোবাসার কাছে যদি পরাজিত না হয় থাক
যদি মানুষ হয়ে জীবনকে জয় করবার চেষ্টা না করে থাক
তাহলে কি আর সেটাকে কেমন করে বলবে ভালোবাসা? আমি মানুষ
মমতাময়ী আমি।