তুমি যদি অন্ধকারে বন্দি থাক
আলো থেকে দূরে
তাহলে কেমন করে আলোকিত হবে সমস্ত দিক।
ভেবে দেখেছ কি কখনো -
এই বাংলা শহীদে রক্তে কেনা
পরাজয় মানেনি বীর বাঙ্গালি কখনো কোন কালে
হাজার বছরের সংগ্রাম
মাতৃ ভাষার জন্য রাজপথ করেছিল রক্তে লাল
নিজের জীবনকে  উৎসর্গ করে এনে দিল মায়ের ভাষা বাংলা।
এখনো বসে থেকো না
এসো বাইরে এসো, এসো রাজপথে সাহসী শ্লোগানে প্রকম্পিত করি দেশ
অন্যায়ের দিরুদ্ধে রুখে দাঁড়াই
যে অন্ধকার তোমার বুকের ভেতরে চেপে বসেছে তাকে  চির বিদার করি সময় এখনি রুখে দাঁড়াবার
আলোর দিকে আমাদের যে ধাবিত হতে হবেই।