নিশ্চিত যাত্রা পথে চলেছি যদিও শুধু আমি একা
এখনে কেউ থাকবার কথা নয় শুধু আমি একা শুধুই একা
অসম্ভবকে করতে জয় বেড়িয়েছি অজানা পথে।
হেঁটে যাব গ্রাম থেকে গ্রামে মেঠো পথ ধরে
জয়ি আমাকে হতেই হবে আমি ফিরবো জয়ি হয়েই
ভয় পেলে কি করে নিশ্চিত হবে জয়।
আমি জয়ি হয়েই ফিরে আসতে চাই তোমাদের কাছে আর আমার প্রিয়তমার কাছে যে আজো পথ চেয়ে বসে থাকে আমারি জন্য।
বিপ্লব আসছে আসছে বিপ্লব তুমিও তৈরি থেকো প্রিয়তমা আমি আসবোই তোমার কাছে...
জয়ি হলেই আসবো আমাকে যে বিপ্লবী হতে হবে অন্ধকারময় দিতে হবে আলো
আলোয় আলোয় গড়ে তুলতে হবে বাংলাদেশ
আমাদের ভুলে গেলে চলবে না আমরাই মুক্তিযোদ্ধার সন্তান আমাদের জনকের নাম শেখ মুজিবুর রহমান
ত্রিশ লক্ষ বাঙালি দুলক্ষ মায়ের বোনের সম্ভমের বিনিমেয় এই বাংলাদেশ
আমরা কোন দিনই পরাজয় মানিনি আর আজও নয়।
আমাদের রক্তে প্রবাহিত হাজার বছরের সংগ্রাম অধিকার আদায়ের নিরন্তর পথে আমরাই জয়ি হয়েছি বারবার, পরাজয় কখনো আমাদের কপালে কালো তিলক আঁকতে পেরেছিল কী?
বাঙালী বিরের জাতি।