ভেবে থাকো সবাই ঘুমিয়ে থাকবে দিবসের প্রথম সূর্য আর আলো দেবে না তাহলে বড় বেশি ভুল করবে
সূর্য উঠবেই আলোয় আলোয় ভেঙে দেবে ঘুম  জাগাবে চেতনা
আসছে বিপ্লব আনবে সেই আলো, আলোকিত তুমি আমি সবাই।
নেমে আসবো পথে সাহসী শ্লোগানে বিপ্লবে বিপ্লবে...
তোমরা আর ঘুমিয়ে থাকবে? জেগে উঠো সব্বাই বিপ্লবে তারুণ্যে
ডাকছে প্রিয় পতাকা ডাকছে মাটি যেখানে তোমার আত্মপরিচয়
হাজার বছরের সংগ্রামে বাঙ্গালীর রক্তে গড়ে উঠা প্রিয় দেশ পদ্মা মেঘনা যমুনা বয়ে চলা আমাদের বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের বাংলায় ঘুমিয়ে থাকবে আর কত?  এসো বাইরে এসো আলো লাগাও শরীরের ভাজে ভাজে তেজোদৃপ্ত হও।
যে অন্ধকার আমাদের বুকের ভেতরে বসিয়ে দিয়েছে কৃষ্ণপক্ষ তাকে আজ চিরদিনের মতো বিদায় করি। ধুয়ে দেই মন বিপ্লবী চেতনায়।
যদি ভেবে থাকো আমাদের সব শেষ হয়ে গেছে তবে জেনে রেখ আমরাও জেগে উঠবো সংগ্রামে বিপ্লবে...
সূর্য আজ দেখিয়েছে আলো।