আমার যা ছিল সবই দিয়েছি তোমার অর্ঘে
তারপরও যদি বল তোমার তৃষ্ণা মেটেনি
আমার যা ছিল দিয়েছি
হৃদয় মন্দির সোনালী রোদ কিংবা শেষ বিকেলের সূর্য
সবই ছিল দিয়েছি
এখন আর দেবার মতো কিছুই নেই সুনন্দিনী!
অনেক স্বপ্ন দেখে প্রতিদিনের আজও আমার ঘুম ভাঙ্গার কথা ছিল
ছিল বিশ্বাসে আকাশ
কখনো নীল-সাদা।