আমি বিপ্লবী কবি হতে চাই প্রিয়তমা
লিখে যেতে চাই বিপ্লবের কবিতা
সাম্যের জন্য
প্রগতির জন্য
কবিতাই আনবে প্রগতি
সাম্যের গানে গেয়ে উঠবে চারদিক
থাকবেনা কোন অনিয়ম মানুষে মানুষে বৈষম্য
কৃষক শ্রমিক যুবক
তারুণ্যে দিপ্ত হয়ে লেগে যাবে দেশের জন্য
প্রান্তিক জনগোষ্ঠি আর পিছিয়ে থাকবেনা
তারুণ্যের আলোয় ভরে উঠবে সমস্ত চাওয়া পাওয়া
আমি বিপ্লবী কবিতা লিখে যেতে চাই প্রিয়তমা
দেশের জন্য
জাতির জনকের জন্য
একাত্তরের লক্ষ লক্ষ শহীদের জন্য
সম্ভ্রম হারানো মায়ের জন্য
সন্তান হারানো শহীদ পিতার জন্য
একাত্তরের সেই শিশু শুধুই কেঁদেছে পিতামাতার লাশের উপর
আজ সে দেশের জন্য নিবেদিত প্রাণ
আমি সেই সব প্রতিবাদী কবিতা লিখে যেতে চাই প্রিয়তমা
দেশের জন্য
সুন্দরের জন্য
আর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে...