কতগুলো দিন অপেক্ষারা স্বপ্ন দেখিয়েছে
হয়তো ইলোরা তোমারি দেয়া স্বপ্ন
আমি সেই স্বপ্নে হয়েছি বিভোর
বসন্তের কোকিল হতে চাইনি
শুধুই বিরহী সুরে পাগল হব আর সুজন পেলে পালিয়ে যাব
তোমার অনুভুতি আমাকে আজও বসন্ত বাতাসে একটি উষ্ণতা এনে দেয়
নদীর মত চলমান জীবন আমি উপভোগ কর নদীর মোহনায়
ভালোবাসা সুখময় অনুভব আমাকেও স্পর্শ করে
আমি হই স্বপ্নবাজ
এখানে আমি প্রেমিক পুরুষ
চেনামাটি কালো পাহাড় রক্তাত্ব সিঁদুর কিংবদন্তি কোন রাজপ্রাসাদতুল্য দালানে খুঁজে দেখ
আমার চুম্মনের তিলক হয়ে সেটে আছে তোমারি কপালে
ভুলে গিয়ে যদি ভেবেই থাকো আমার আর বসন্ত আসিবেনা জীবনে
ভুল ভেবেই কিংবা মিছে অভিমানে চলে গেলে
ভেবেছ কখনো
আমি কি রকমভাবে বেঁচে আছি
অসমাপ্ত