প্রিয় বন্ধু অকাল প্রয়াত এ্যাডঃ মিজানুর রহমান মিজান'কে নিবেদিত


এখনো তোর অবস্থান আছে আগের মতোই
প্রিয় খেলার মাঠ কিংবা স্কুলের দিকে তাঁকালেই তোকে দেখতে পাই
আমার সমস্ত হৃদয় জুড়ে আছিস আগের মতো
কি করে বিশ্বাস করি তুই নেই বন্ধু!
সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা হাই স্কুলের মাঠে যখনই গিয়েছি
মনে হয় তুমি আছিস আমাদের পাশে
এইতো বসে নবরবি সংসদ এর চত্ত্বরে সেই কৃষ্ণচুড়ার ছায়ায়
আমি চোখ বন্ধ করলেই তোকে দেখতে পাই।
সাহিত্য সাংস্কৃতিক আড্ডা আর সমাজ সেবার ব্রত নিয়ে এসেছিলি
এতো কম সময়ে তোর চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারিনি একটা কষ্ট বুকের ভেতরে-
অসহায় লাগে তুই নেই বলে
বুকের ভেতরে যে কষ্ট
তোর চলে যাওয়া এখন আমাদের কাঁদায়..
না তোর মৃত্যু নেই তুই অমর আমাদের কাছে সাংস্কৃতিক স্বজনের কাছে
শুন্যতা অনুভবে নিদারুণ কষ্ট আমাকে কাঁদায়
কাঁদায় বন্ধুমহলে।।