একটা আকাশ চেয়েছিলাম
নীল আকাশটা আমার হবে
একটা কুঁড়েঘর সুখময় পূর্ণিমারাত
শুধু আমি আর সুনন্দিতা কাটিয়ে দেব
কখনো ভিজবো জোছনার প্লাবনে।
একটা শ্রাবণী দিন চেয়েছিলাম
রিমঝিম বৃষ্টি ছন্দে কেটে যাবে দিন
সুনন্দিতা রান্না করবে ভুনাখিচুড়ি হাত চেটে খেয়ে ঢেকুর তুলবো!
এক ক্ষণ্ড জমি চেয়েছিলাম
সারাদিন খেটে খুটে ফলাব ফসল
প্রশান্তি হাসিতে হাতপাখা নিয়ে দৌড়ে আসবে সুনন্দিতা
বাতাসে দিয়ে ঠান্ডা করবে ক্লান্ত শরীর।