মোক তোমরা চিনবার পারেন নাই?
মুই সেই গ্রামের চাষার সন্তান
ও তোমরাতো আবার চাষা বুঝবার পাবার নং
মোর বাপ কৃষক মাঠে ফসল ফলায়
এলা বুঝবার পাইলেন?
মোর বাপের আরো একটা পরিচয় আছে, মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করছে।
এলাও চিনিবার পারেন নাই মোক?
৭ই মার্চে বঙ্গবন্ধু যখন ডাক দিলেন স্বাধীনতার জন্য তৈরি থাকতে মোর বাপ কখন যুবক
দাদা দাদিক কোন রকমে বুঝিয়া যুদ্ধে গেছিল ভারতে ওটে ট্রেনিং নিয়া হানাদার পাকিস্তানি পরাজিত করিয়া আনি দেইল বিজয় মানে হইল স্বাধীনতা
তার জন্যেই হামরা স্বাধীন।
কি হইল এলাও মোক চিনিছেন বাহে?
মোর মাও প্রতি আইতে হামরা ভাইবোন যখন নিন যাবার জন্য বিছানাত গেছুনু তখন প্রতি আইতেই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধা, বঙ্গবন্ধু নিয়া কত যে গল্প করছে শুনাইছে মোর চোখত মনে হয় এলাও ভাসে। মুই কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, মোর অক্তে আছে মুক্তিযোদ্ধার অক্ত।


অসমাপ্ত