আজ আমি কোথাও যাইনি
কোন আলো আমাকে কাছে ডাকেনি।
কোন বসন্ত বাতাস আমাকে স্পর্শ করেনি
অন্ধকার ঘরে কাটিয়েছি অনেকটা সময়
আমি দু:খ ভুলি, অতিতকে পেছনে ফেলে
তুমি ভালবাসার গান গাও আমাকে মোহিত করো
অচেনা পথের যাত্রী হতে
স্বপ্ন বীজ প্রথিত হয় বুকে তোমার শুভ ইঙ্গিতে।
আবার আমাকে স্বপ্নের বোনায় তোমার ভালবাসায়।
বসন্ত নেই মনে তবু কেন ফুর ফোটাও?
বিরহ বাতাস আমাকে কাঁদায়
জন্মদিনের মতো করে একটা উৎসব সাজাই
স্বপ্ন দেখি একটা গাঢ় পূর্ণিমার,
রুপালী রাতে যদি তোমার স্পর্শ পাই
আমি গুনগুন করে হঠাৎ বৃষ্টির শব্দ শুনি।
তুমি ভয় পাও কুয়াশার কালো রাতের কালো ভ্রমরের
নিজেকে আবিস্কার করি তোমার অনুযোগে
হঠাৎ কেন আকাশ কাঁদে আজ এই উৎসবে?
চেনা লোকালয় ছেড়ে অনেক দূরে তুমি কি বৃষ্টি হবে
আমাকেও ভেজাবে তোমার ভালবাসার জলে?
আমার বৃত্তকে আমারই অচেনা লাগে।
কোন কিছুর মোহ কেন জাগায়?
হারাবার ভয় যদি জন্মদিনের উৎসবে
আমি একা কাটাই তুমি ছাড়া!
তাই বলে কি আজ বৃষ্টি হচ্ছে?
আকাশ কাঁদছে সারা রাত
অনেক স্বপ্ন দেখে হয়তো আজকের দিন;
গোধুলী সাজে নিজেকে একলা না ভেবে
তুমি কি সেই উৎসব কর?
আমার জন্য কেউ না হয় মৃত্যুর উৎসব সাজায়।।