এসেছিলে বৈশাখী ঝড় হয়ে নীরব মধ্যরাতে
ঝড়ের তাণ্ডবে ভেঙ্গেছিলে আমার সাজানো ঘর।
তারপর...
প্রভাতে ফুল দিয়ে তোমায় করেছি পূজো
অনেক দিন আগে কোন এক পূর্ণিমা রাতে জড়িয়ে ধরেছিলাম তোমাকে আবেগ মাখা স্পর্শে।
ভুলে যাই রক্ত মাখা সিঁদুর
সবকিছু ছলনায়- তবুও তুমি বৈশাখী ঝড়
স্বপ্ন ও বাস্তবতার মাঝে কখন যে
শেষ রাতের শিরদাঁড়া বেয়ে উঠেছিলো
সারা রাত ঝড় তুলেও তুমি হলে পরাজিত
পরাজয় তোমার অনিবার্যতা।।