আর কত ক্ষত দেখলে তোমরা প্রতিবাদ করবে?
দগ্ধ নারী,দগ্ধ মা,দগ্ধ শিশু
দগ্ধ আমার প্রিয় স্বদেশ
তরুণীর সম্ভম লুট করে তারুন্যেকে লুকায় অন্ধকারে
শিশুরা সায়িত হয় চিরনিদ্রায়
মৃত্যুর মিছিলে দীর্ঘ হয় সাধারণ মানুষের লাশে
অবরুদ্ধ করতে চায় তারুন্যের বিবেক
ওরা আমাদের দেশটা পেছনের দিকে নিয়ে যেতে চায়


কৃষ্ণপক্ষে ঢেকে যায় সমাজ আর তথাগত বুদ্ধিজীবী


অন্ধকারে আছন্ন হয় চেতনার অগ্নি মশাল
আর কত বন্ধি থাকবে কৃষ্ণপক্ষের কালো অন্ধকারে??


আর কত বন্ধি থাকতে চাও
স্বাধীনতার পরাজিত শক্তির শৃঙ্খলে?
রুখে দাঁড়াও বিবেগ
রুখে দাঁড়াও তারুন্য


"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"
ভুলে গেল কি জাতীয় সংগীত!
এই দেশ আমার আপনার আমাদের


রুখে দাঁড়াও বাংলাদেশ।।।