কবি পথে নেমেছে এ পথ ধুসর পথে একাই কবি
চারদিক তাঁকিয়ে দেখে না! এখানে কাউকে দেখতে পায়নি কবি আমি একাই..
এই পথে আমি একা শুধুই কি একা?
চিন্তামগ্ন কবি যদি কাউকে পেতাম তবে এই ধুসর পথ পাড়ি দিতাম এক সঙ্গে।
একটু আনমনা কবি ভেবে উদাসী হয়ে
মনে পরে সুনন্দিতা'র কথা আজ যদি ও পাশে থাকত কোন চিন্তাই থাকতো না! সুনন্দিতা'র কথা মনে পরতেই চমকে উঠে মন শরীর ;
সবভুল আমারি আমিই সুনন্দিতাকে পর করে দিয়েছি।
হ্যাঁ আমিই দায়ী সুনন্দিতা নয়।
ভালোবাসা পেলে দিতে হয় যা হয়তো সুনন্দিতাকে দিতে পারিনি, কবি নিজের দোষ নিজের কাঁধে তুলে নেয়।
আমি কি করে দেব এই পথ পাড়ি? এই ধুসর পথ তার উপর কাল অন্ধকার সারিসারি ঘন গাছ এ যেন দিন নয় রাত নিগূঢ় রাত!
সুনন্দিতা নেই তাতে কি আমি একা এবং একাই পাড়ি দেব পথ সাহস করে পা বাড়ায়।
যেতে হবে তাই চলি পথ এখানে আমিই পথপ্রদর্শক।