একদিন ধুলি উড়া তোমার শহর
মায়া ভরা দিন এসেছিল ফাগুন
সাজানো স্বপ্ন এসেছে বসন্ত নিয়ে
তুমি দেখাও প্রেম হোক অবিনাশী।


তোমার ছায়ায় ঘুরে ফিরি
হৃদয়ে বাড়ে স্পন্দন
মিছে নয় কবির ভালোবাসা,
পরাজিত হতে তোমার কাছে
নিয়ে এসে ছিলাম প্রেম
নিবেদন করে বলেছিল হে দেবী
গ্রহণ করো-
প্রেমিকা সেজেছিল
এখানে কবি ও কবিতা।


কথা দিয়েছিলে পরম সোহাগে
রাখতে পারোনি বলে অভিমান লুকিয়ে যায় চাঁদের আলোয় জাগাও প্রেম সুধা এখন সব মিথ্যে
অবিরাম সুখ খুঁজে নেয় প্রেমিক পুরুষ একজন কবি আর অবিনাশী কবিতা।


তুমি দেখাও স্বপ্ন যা ছিল অভিনয়
ভুল করে প্রেমিক বেশে মিছে আশায় বুক ভরে প্রগাঢ় ভালোবাসা অনুভূত হয়েছিল
এখন প্রেমিক পুরুষ সেজে কবিতার শুদ্ধ উচ্চারণ করে
এগিয়ে যায় আর দুঃস্বপ্নে পতিত হয় একটি স্বপ্নের।