প্রেম শাশ্বত সুন্দর
অবিনাশী প্রেমে জাগ্রত থাকে বন্ধন, এখানে প্রেম এসে ভিজিয়ে দেয় জ্যোৎস্নার প্লাবনের মতো অনিন্দ্যসুন্দরে, প্রেম হল নদী এবং সমুদ্রের মোহনার মিশে থাকে অনন্তকাল।
শ্বাশত সুন্দরে কবির কবিতায় যেমন জাগিয়ে রাখে রাতজাগা পাখির মতো তাঁর লেখা ঠিক তেমনি দুটি মনের সম্মিলন সেখানে মিলিত উচ্চারণে প্রেম এসে ছুঁয়ে দেয় প্রগাঢ়তা।
অবিনাশী প্রেমে তুমি যদি পরাজিত না হয়ে থাকো তাহলে কেমন করে তাকে তুমি বলবে ভালোবাসা? যতবার পরাজিত হবে প্রগাঢ়তায় ভরে উঠে প্রেম মননে সৃজনে, আত্মিক উপলব্ধি ছুঁয়ে যায় প্রাণ এখানে প্রেমিক হয় জয়ী প্রেমিকার স্বপ্নের সারথি হতে।
স্বপ্ন এবং বিশ্বাস এই দুইয়ে মিলে একটা স্বপ্ন!
যার স্বপ্ন নেই তার আলোও নেই,
আলো পথ অতিক্রম করতে শেখায় আর স্বপ্ন দেখতে শেখায় শ্বাশত প্রেম, যদি তুমি তুমি প্রেমিক হও তবে তুমি সমুদ্র আর তুমি যদি প্রেমিকা হও তবে তুমি নদী।