নতুন করে আবিষ্কার
করলাম আজ প্রেয়সী
পরাজিত হলেও ক্ষতি নেই
যদি তোমাকে পাই।
হৃদয়ের অনেক রঙ আজ-
অথচ বসন্ত নেই;
ক্ষতি কি?
মনের মাধুরী বসন্ত তো আছে।


তাইতো শিহরণ জাগে
প্রগাঢ় ভাবে আবিষ্কার করতে তোমায়।


সেজেছো তুমি
লুকায়িত চাওয়ার কাছে
জানি এ রঙ হৃদয়ের।
না না, আজ আর
মানবো না কোন অযুহাত
টকটকে লাল সূর্য
ললাটে তোমার।

নেবে কি তা?
হ্যাঁ নতুন করে আঁকবো আলপনা
কেননা তোমাকেই যে বড় ভালোবাসি
তুমি যে অসাধারণ
কবিতা এক
শরীরের
ভাজে ভাজে
ছত্রেছত্রে অকথিত কাব্য
খুলে দাও সে দ্বার
কেননা আমি কাব্য ভিখেরি।।
হৃদয়ের অপূর্ণতায়
এসো পূর্ণ করি কাব্যরসে।