প্রথম সূর্য চূষে নেয়
বৃষ্টিস্নাত সমস্ত জমি
শ্রাবণ জলে ভিজে,
শিশিরসিক্ত ঘ্রানে
জয়ি প্রেমিক-
পরাস্ত হয় আজ লুকায়িত ভালোবাসা;
জয়ী দুজনে মিটায় দুজনের
শরিরী চাওয়া!
প্রেমের মালা পরে
সুবাসিত প্রেমিক-প্রেমিকা জয়ী তার সব।


এসো প্রিয়তা ছুঁয়ে আত্মজ
হোক না শরৎকাল
কাশঁফুলে হাসিমুখে
চেয়ে দেখো নীলাঞ্জনা হতে
আকাশটা সেজেছে নতুন করে
সাদামেঘ জড়িয়ে লীল শাড়ী
অপেক্ষা তার তোমারই জন্য
এসো প্রিয়তা
দেখো ছুঁয়ে-
আমারও তপ্ত রোদে পুড়ে গেছে সব।