কি করছো
কবি
শেষ রাতে সাহসী স্বপ্নে?
আমিও স্বপ্ন দেখি জীবনের প্রতিটি
স্বপ্নে
যেখানে তুমিই আমার স্বপ্নিল রাতে তারার মিতালী করিয়ে ছিলে!


দিবসের শুরুতে আজ যখন তোমার ছবি ভেসে ওঠে চোখের সামনে
একটা আনন্দ বাতাস ছড়িয়ে যায় চারপাশ
এ যেন বসন্ত
কবির কাব্যের কবিতা হয়ে আছো সমস্ত অনুভূতি জুড়ে!


প্রেমিক মনে
আসে প্রেম প্রগাঢ় বিশ্বাসে
নদীর মতো চলমান জীবনে
জীবনকে জয়ের আকাঙ্ক্ষা
এখানে তোমার উপস্থিতি!
বৃষ্টি ঝরে পড়া রিমঝিম শব্দ
ছুঁয়ে যায় প্রাণ
তুমিও এসেছো যেন ঠিক শব্দ মাঝে ছন্দ নিয়ে সাথে।


স্বপ্ন মাঝে স্বপ্ন থাকে
শুভদিনের শুভময় অনুভূতি
এসো প্রিয়তম নান্দনিকতা খুঁজে
কাব্যরসে।
সমুদ্রে জোয়ার এলে ভিজে যায় প্রকৃতি
সুখ খুঁজে নেয় তার আপনজন।


যেখানে জয়ী নারী পুরুষ
আজ না হয় ভিজে যাই দুজন
ঝর্ণার জল ভেবে প্রশান্তির এই বৃষ্টিতে।
যদিও তুমি অনুভবে এসেছিলে এই জোয়ারে।