না তোমার সময় নেই;
তুমি বললে একটু অপেক্ষা
মাত্র কয়েক মিনিট!
আজও অপেক্ষা তোমার জন্যে...
তুমি বললে-
দাঁড়াও অরিন্দম;
একটু পরে আমি আসছি।


তবুও অপেক্ষা
একটি মিনিট থেকে চার ঘন্টা
তবু তোমার সময় নেই
নেই একটুও!
"মহারাণী" র জন্য অপেক্ষা
সে আর কম কিসে!


অপেক্ষায় থাকি
অপেক্ষা আমায় স্বপ্ন দেখায়
যে স্বপ্ন আমাদের নিয়ে যায়
শুভ সময়ে
শুভদিনে।


রাত আটটা থেকে রাত বারটা
তবুও অপেক্ষা
তবে তোমার সময় নেই
কিংবা সময় হয়নি!


অপেক্ষা নাকি স্বপ্ন দেখায়
আমিও স্বপ্ন দেখি
রাতের চাঁদ খেলা করে
উড়ন্ত মেঘের সাথে
আমি চাঁদ আর মেঘের সাথে
ভালোবাসা উপলব্ধি করি।    


রাত তিনটা কোথাও কেউ নেই
থাকবার কথা নয়
নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারদিকে
শুধু আমি একা...


যখন মুঠোফোনটা বেজে ওঠে
রিসিভ করতেই আমার ফোনটা-
অন্যপ্রান্তে তোমার কণ্ঠ
বললে তুমি আমার ঘুম পাচ্ছে অরিন্দম
এখনতো ঘুমোবার সময়।।