সব কিছু ভুলতে চাইলেই কি আর
ভুলে যাওয়া যায়।
ছুঁয়ে দেওয়া প্রশান্তির ভালোবাসা।
তোমার পূর্ণ অবস্থান কিংবা
অবিরাম রাত জাগার
পাখির মতো।
রাত জাগা পাখির মতো
দুজনে বসে পূর্ণিমার চাঁদ দেখা।
অসাধারণ কিছু খুঁজতে গিয়ে
গহীন নিশিতে যায় হারিয়ে।
তোমার মাধুরী মাখা অনুভূতিতে।
দুজনে একটু একটু করে কাছে আসা।
স্পর্শ মাখা অভিমান করা।
সব কিছু ভুলতে চাইলেই কি
ভুলে থাকা যায়?
সব কিছু ভুলে থাকা যায় না
হে অবিনাশী রাত জাগা পাখি।
হে দেবী,
ভুলেই যদি যাবে
ভালোবেসেছিলে কেন?
হৃদয়ে স্পর্শ করেছিলে
বাসর রাতে অনুভূতি ৷।