রাত তখন ৩টা
প্রচণ্ড শব্দ!
এটা শহর নয় মৃত্যুপুরি।


মানুষ ছুটে পালিয়ে যায়
পরে থাকে লাশ-
বৃদ্ধ,
যুবক,
নারী,
যুবতীর
কৃষক
শ্রমিক
রিক্সা ওয়ালা কিংবা
ফেড়িওয়ালা
লাশের স্তুপ
শহর বন্ধ
নেই আলো-বিদ্যুৎ
দিক-বেদিক
এলোমেলো সমস্ত গ্রাম
এ যেন কৃষ্ণপক্ষ
ঘিরে আছে
চেপে ধরেছে স্বজন তাঁকে ঘিরে আতংকিত মানুষ।


লোকালয় থাকবেনা কোন মানুষ
টিভিতে
সংবাদ পাঠকের হুংকার
ঘরে নয়
পালিয়ে বাঁচুন
তবেই আপনি বাঁচলে বাঁচবে মানুষ।


স্বপ্ন দেখতে দেখতে কান্ত হলে
মানুষ থেমে যায়
পুড়ে যায় আত্মারা!
সর্বহারা দল
স্বপ্ন বেচেন
মোটা অংকে
স্বপ্ন এখন পণ্য
বাজারে অনেক দাম,
কিনতে পারেনা মানুষ!
তবুও জয় করার সাহস থাকতে
টিভিয়ে ঘোষণা
পাঠক
স্ক্রিপ্ট চোখ
সেও থমথমে
টিভি এখন বন্ধ।


সবাই আতংক গ্রস্থ হলেও একটি নষ্ট মানুষ
হাসে যদিও লুকিয়ে!
মানুষ স্বপ্ন দেখে
জয় করে সত্যিকে
পরম আপন করে স্বজন
বড়ো হয় স্বপ্ন স্বপ্নের গড়া আদর্শ
যদি ছুঁয়ে পিতার মাতার সম্মান, ইতিহাসের শিক্ষা
স্বপ্ন একদিন সত্যি হয়
ছুঁয়ে যায় আকাশ
দেশ এমনকি গোটা পৃথিবী।।