চোখে চোখ রেখে রাতের কথা বলে সুনন্দিতা, এখানে সুখ আছে আছে গভীর বিশ্বাস ছুঁয়ে যায় মনের ভেতর, তুমিতো প্রাণের আকুতি মিটিয়ে দাও ভরিয়ে প্রশান্তি, চোখতো মনের কথা বলে।


জ্যোৎস্নায় মাখামাখি দুজন ভিজি জ্যোৎস্নার প্লাবনে নিদারুণ কষ্টকেও জয় করি বড়ো আপন করে, সুবাসিত গন্ধ ছড়িয়ে জুড়িয়ে আবেশ ছড়িয়ে মেটাও আমারই সমস্ত চাওয়া, চোখে চোখ রেখে রাতের কথা বলা বলে সুনন্দিতা।


প্রেমিকা সেজে প্রগাঢ়তা উপলব্ধি করি রাততো জাগানিয়া ভালোবাসা কাছে এসে ছুঁয়েছি, রক্তের প্রগাঢ়তায় কাঁপে শরীর মিটাতে পিপাসা ভালোবাসা যদি জয় করে সমস্ত ডাকাতের মত তাতে লুট করতেও আপত্তি আছে কি? চোখে চোখ রেখে রাতের কথা বলে সুনন্দিতা।