মায়া ভরা তারার চোখে চোখ রেখে
রকমারী ঋতুর খেলায় মন দেয়া
ভালোবাসবে তবে কেন লুকিয়ে লুকিয়ে ?
লজ্জা জড়ানো তোমার বাহুতে
লুকিয়ে যায় আমার বাহু
বাতাসে বাতাসে উড়ে ওঠে সুপ্রিয়ার কালো শাড়ি
সাজাবে বাসর সে কোন পূর্ণিমা রাতে
পাছে লোকে বলবে রক্ষা হয়নি কবেকার দেবদাস
বেচারা ভালোবেসে স্বর্গের সুখ পেতে চেয়েছিল
না! পাইনি সে সুখ।
পার্বণী প্রসাদে মন ভরে যায় অমৃত স্বাদে
রজনী এখনও প্রশান্তির হাওয়ায়
বেসুরা বৃষ্টি ভেজায় না হৃদয় মন্দির
না হয় তুমি প্রশান্তির বৃষ্টি হয়ে ভেজাও
ভালোবাসার শরীর।।