রুপাঞ্জনা
অনিন্দ্য সুন্দরে কবি ও কবিতা
আজ পরাজিত হয়
তোমার লুকিয়ে থাকা সুন্দরে!
লিখে কবিতা অনন্ত বিশ্বাসে
তুমিতো কবির অনিন্দ্য কবিতা
অনন্য প্রকাশে।


রূপাঞ্জনা
যার চোখে তাকিয়ে স্বপ্ন দেখে মন
অবিনাশী প্রেমে
তুমি কবিতা বিশ্বাসে
প্রগাঢ় স্বপ্নে আর কবির ভালোবাসায়।


রূপাঞ্জনা
তোমার চোখের দিকে তাকালে
বিপ্লব আসে মানবিক অধিকারে
যে বিপ্লব নিয়ে গান গায়
প্রান্তিক মানুষ
সাম্যের চির আনন্দে...


রূপাঞ্জনা
জীবনের কোন শুভমুহুর্ত
যদি আসে কোনদিন
তবে জেনে রেখ হে প্রিয়তমা
কবিও তোমাকে জয় করবে
এনে দিতে সুখময় বাতাস।


রূপাঞ্জনা
স্পর্শ করেবে ফাগুন লাগা আগুনে
জয়ী হবে মানুষ জরাজীর্ণতা ভুলে
আসবে শান্তি অনুশাসনে
তবে নিশ্চয়ই জয়ী হবে প্রেম
কবি আর কবিতা।।