রূপাঞ্জনা
অবিনাশী প্রেম
লুকায়িত কষ্ট এখানে
ছুঁয়ে দেয় জোনাকি চাঁদের মতোন
বিরহী তুমি আর পরাজিত সব অভিমান।


রূপাঞ্জনা
কবিও পরাজিত হয়ে তোমাকে আবিষ্কার করেছিল লিখেছিল অবিনাশী কবিতা যার প্রেম ছুঁয়ে ছিল কবির মন সেতো তুমি যে কবিকে পরাজিত করেছিল।


রূপাঞ্জনা
অবিনাশী তুমি অনিন্দ্য প্রকাশে ভালোবাসা ফিরে এলো মনে তোমাকে আবিষ্কার করলো ঠিক যেন নতুন কোন কবিতার মতো।