প্রিয় মহারাণী
তোমার উদ্দেশ্যে ছুটে যেতে কতনা তৈরি ছিলাম
কবিতার মতো উচ্চারিত সুনিপুণ কাব্যে সাজিয়ে বরণডালা শুধু তোমার জন্য
একটুকরো উঠান,  সাজানো স্বপ্ন আসুক আমাদের ভাঙ্গা ঘরের চালের ফুটো ভেদ করে।
আমি জানি অভিশাপ দিচ্ছি;
আর যে অভিসারী কোন রাত আসেনা এই জীবনে! অভিশাপ তুমি দিতেই পার
কোন সুভাষিত রাত আমার না আসে
কোন প্রেমিকা রূপেই আসবেনা প্রিয়তমা নারী।