না আসবেনা ফিরে
যার আসবার কথা ছিলো;
আসবেনা ফিরে সুদিন
যে সুদিনের হাতছানি দিয়েছিলো অমানিশায়।

অপেক্ষা থেকে তুমি আর কতদিন
অপেক্ষা কখবে?
অপেক্ষা যে আর স্বপ্ন দেখায়না
যে স্বপ্ন আমাদের নিয়ে যায়
অতল গহবরে
তুমি কি সেই অপেক্ষা করছো?


প্রতিমুহূর্তে ধাবিত করে যাত্রী হতে
তুমিও হতে যুদ্ধবাজ;
এখানে পরাজিত সভ্যতা সংস্কৃতি
জয় করে পরম দুখে
যাকে তুমি সত্যিই ভালোবেসে ছিলে
সে ছিল বড়ো অভিনয়
বোকা তুমি।


তুমিইতো বলেছিলে
আসবে বসন্ত জীবনের শুভমুহুর্ত
উপভোগে,
তুমি আছো
যা ছিলে তুমি;
অভিমানে লুকিয়ে যাওয়া মনে
ভালো থাকতে
সবই আয়োজন করে রেখেছিলে!
আসবে বলে তোমায় কি বলেছিল সে
সে আর ফিরে বলেছিলো কী কখনো?