মহারাণী
আমি আর কবিতার প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়ে উঠবোনা;
নিদারুন ভিখারি সেজে বলবো না
গ্রহণ করো হে দেবী, আমাকে।
মহারাণী,
বলবো না কোন দিন তোমার সুখের দিনের সঙ্গী হতে চাই।
মহারাণী,
পূর্ণিমা রাতে ভিজবো না জ্যোৎস্নার প্লাবনে;
হবোনা রাতজাগা বিরহী কোন পাখি।
মহারাণী,
বিরহী কোকিল হয়ে গাইবোনা গান
অবিনাশী প্রেমে যেমন জয়ী হয় কবি ও প্রেমিক পুরুষ-
তাও হতে চাই না।
মহারাণী,
স্বপ্নিল অনুভূতির প্রকাশ করে এমন কোন কবিতা তোমাকে আবিস্কার করেছিলো, কবিতায় চয়নে দীপ্তি কণ্ঠে ধারণ করে-
সেরকম কিছুই লিখবো না কোনদিন।
মহারাণী,
আর কোন বসন্ত আসবেনা ফিরে কবিতার মতো উচ্চারিত হয়ে।
মহারাণী,
বৃষ্টিস্নাত দিনে প্রশান্তভাবে জল ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছা আর থাকবেনা;
কবি ও কবিতা বলবেনা
লোকালয় থেকে অনেক দূরে মহারাণী বৃষ্টি হবে তুমি,
আমাকেও ভেজাও তোমার ভালোবাসার জলে-
সে কথাও বলবেনা কোন কবিতা।