তবুও ছুটে চলা এ এক স্বপ্নময় যাত্রা,
যেখানে থাকে স্বাধীনতা। পরাধীনতার শিকল ছিঁড়ে মানুষের অদম্য ইচ্ছাময় উপভোগে।
এখানে মানুষ চায় স্বাধীনতা চায় আত্মমর্যাদা!
তারা সংগ্রামে হয়ে উঠে সংগ্রামী!
নামে রাস্তায় মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ
এখানে নারী, পুরুষ, যুবক,  যুবতী একই শ্লোগান
চাই মুক্তি, চাই স্বাধীনতা।
আমাদের সংগ্রাম চলবে
মুক্তির সংগ্রামে এসো মুক্তিই সুন্দর।
এখানে আছে মুক্তির চির আনন্দ।
এখানে জাতপাত নেই নেই হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খৃষ্টান সবাই অভিন্ন সবাই সংগ্রামী যুদ্ধ জয়ের যোদ্ধা।
আসে রাত আসে দিন রোদ কিংবা বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা বৃষ্টির  মতো কুয়াশা সবই যে তুচ্ছ কোন বাধাই মানে না একটি মাত্র লক্ষ্য স্বাধীনতা।
নেতা আসেন জাতির পিতা রূপে ঘোষণা দিলেন-
"ভাইয়েরা আমার তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা কর" ঝাঁপিয়ে পরতে বললেন।
স্বাধীনতার অমর মহান কাব্যের তিনিই কবি
ঘোষণা করলেন কাঙ্ক্ষিত স্বাধীনতার "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
জয় বাংলা।
স্বপ্নময় যাত্রা যেখানে থাকে স্বাধীনতা পরাধীনতার শিকল ছিঁড়ে মানুষের অদম্য ইচ্ছাময় উপভোগে।
মানুষ হল সংগ্রামী যুদ্ধ জয়ের প্রতিজ্ঞায়-
শুরু হল যুদ্ধ
এখানে নারী তাঁর বিলিয়ে দিল সম্ভ্রম
ভাই হারাল ভাইকে
পিতা হারাল সন্তানকে
সন্তান হারাল পিতাকে
মা তার হারাল সন্তান- স্বামী
ভিটেমাটি স্বজন
তবুও কেউই পেছন ফিরে তাঁকাল না
এখানে সবাই যোদ্ধা
জয় করতে যুদ্ধ।
স্বাধীনতা আমাদের চাইই চাই।।
নয় মাস যুদ্ধ হানাদারের বিরুদ্ধে  
এখানে জয়ী বাংলা এবং বাঙালি।