আজ বৃষ্টির কাছে প্রার্থনা সাজিয়ে অপেক্ষারত কবি জানিয়ে দেয় তার আগমনী বার্তা:
বৃষ্টি হলে পুলোকিত মন শরীর আর
প্রশান্তি আসে চারদিকে
ভেজে মন,
সমস্ত মাঠ, জমি আর ফসলি প্রান্তর।


প্রান্তিকরা আমোদে নেচে উঠে -
কৃষাণীর হাসিতে লাবণ্যময়তা আসে...
কৃষক হয়ে যায় তখন সুপুরুষ পরম মমতাময়ী ভালোবেসে এগিয়ে যাই রাতে প্রিয়সখীর সখা হতে।


শেষ রাতে সাহসিনী কৃষাণী তেজোদৃপ্ত
আজ ছুঁয়ে নেবে প্রশান্তির কামনা;
জয়ি হবে ভালোবাসা বাধাও মানবেনা কোন কিছুর।
কৃষক ভালোবাসা অনুভব করে মনে শিরায় উপশিরায়...