এক.
লুকায়িত গন্ধ আসে অবিরাম
দূরে থাকে মন;
অনন্তকাল অপেক্ষায় থেকে প্রগাঢ় ভালোবাসায় যদি শুধু বেঁধে রাখো তবে নিশ্চয়ই
জয়ি হবে অবিনশ্বর প্রেম।


দুই.
নদীর মতো চলমান জীবনে কতটা বদলে যায় মানুষ সময়ের প্রয়োজনে
যদি অনুমতি দাও মহারাণী
ছুয়ে দেবো জল
পাহাড় ডিঙিয়ে এনে দেবো সবুজ রঙের ছোঁয়া
আলপনা এঁকে দেবো
তোমার মনের মন্দিরে।


তিন.
বাতাসে ভেসে আসে অশনিসংকেত
পরাজিতরা আস্ফালন করে
খেয়ে ফেলে
সমস্ত অর্জন;
পরাজিত হবার ভয় যদি ঘিরে রাখো
তোমার অস্তিত্ব জুড়ে
কি করে এগিয়ে যায় কাঙ্ক্ষিত ভালোবাসা সাম্যের প্রগতির?


চার.
আগুয়ান মানুষ
চলন্ত চুলায় তাপমাত্রা অনুভব করে
লাভ হয় কি?
আগুন পুড়িয়ে দেয় মন
জ্বলে ওঠে লুকায়িত কামনা
এখানে পরাজিত হবার মিছে
আশংকা করে
জ্বলে পুড়ে শেষ হয় সমস্ত।


পাঁচ.
নদীর মতো চলমান
জীবনে কতটা বদলে যাও
তুমি,
কতটা দূরে গেলে সুখময়
অনুভূতি ছুয়ে দেখা যায়? অবিনাশী প্রেম যদি জয়
করে থাক পরম সুখে দুখে,
তবে তুমিও এসো মহারাণী এই পথে।
যে পথের শেষ প্রান্তে
অপেক্ষায় থাকে তোমার
সেই প্রিয়জন।