লাবণ্যকে নিবেদিত


প্রয়োজন ফুঁড়িয়ে গেছে
কতটা প্রয়োজন ছিল তাও জানা নেই!
অপেক্ষা থেকে কবি হতে চাইলেন
প্রিয়তম কবিতা হয়ে উঠে প্রিয়তমা।
সে যায় ফুড়িয়ে যায়
অনিমন্ত্রিত রাতের পূর্ণিমা খোঁজা প্রহরী হয়ে যায় কবি কবিতার প্রেমে।
স্বপ্ন নিয়েই কবি থাকতে চাইলে কবিতার কাছে, ভালোবাসার কাছে,
প্রিয়তমা কবিতা কাছে, বিশ্বাসের চিরতারুণ্যে। কবিতাই কবির প্রেম ভালোবাসা আর
জীবন জয়ের স্বপ্ন,
যেখানেই আত্মসূচি নিবারণ করে কবি ও কবিতা।
"অমিত প্রেমে লাবণ্য" কবিতার নতুন কোন কাব্যমালঞ্চ খুজে দেখে রাতের প্রগাঢ়তায়
তারার মিতালী, কুয়াশার বৃষ্টিতে পা ফেলে ছুঁটে গ্রাম মাঠ পরে থাকা প্রতিত জমি ঘাসে...
তোমার কোন রঙ নেই কবিতা;
আমিই তোমার পুজারি।
প্রেমে অসিম,
বিশ্বাসে জাগ্রত কবির কবিতা তুমিই
প্রেমিকা কখনো প্রেমিক বেসে তুমি স্পর্শ মাধুরীমাখা অনুভূতি চিরলাবণ্য।