ভেবে দেখে নীলাম্বরী
কে তার প্রিয়জন
আপনকে পর করে
চাঁদ দেখে শুধু নীলাম্বর!


জয় আসে
তুমি কি চাও জয়
আসে সে যায়
ছিল কি সে পর
তুমি আমি
গান গাই
সে কি আজ খায় পান;
তোমার সে ছিল কে
দিনরাত অপেক্ষণ?


কে ছিল কে দিলো
তুমি কি ছিলে তার
আর সব ধুয়ে দিল
প্রগাঢ় ছিল বীণ
সখি তুমি
সখা আমি
তুমি কবি
আমি কি কবিতার!


যার স্বামী চলে যায়
বুঝে সে ছিল তার
গায়েবী আসে সে
রাত কি এখন প্রিয় তার!


কার ছিলে কি দিলে
সখি তুমি ভেবেছ
যায় রাত আসে দিন
প্রেমে তার কি সেজেছ!


এসো বধু যায় রাত
সখি ছিল কে তার
সে ছিল কি দিল?
ভেবে দেখে কিছু নাই
চোখে তারে ডাকেনা
ঘুম কি সে জানেনা!