নীলাঞ্জনা
আকাশ দেখে
চাঁদের দিকে তাঁকিয়ে  বলে উঠে-,
আমি আনন্দিত তোমার স্পর্শে নীনাম্বর।


মধুমাখা ভালোবাসা নিয়ে
ফিরে যাচ্ছি- অরিন্দম
তাঁকিয়ে দেখে নীলাঞ্জনা,
হাসে দুজন বিশ্বাসে পূর্ণতায়।


কাম হীন শরীর রেখে
আত্ম-উপলব্ধি করে সব শেষ হলে
পরে থাকে দেহ
পুড়ে যায়
মাটি খেলে ফেলে
কিন্তু লুকিয়ে থেকে লাভ আছে কি?


ভালোবাসাময় ছুঁয়ে দেখা সুপূর্ণিমা
শরতের কাশ হলে
আকাশ কি একা থাকে!
নীলাঞ্জনা এসো
সময় বয়ে যায়
প্রশান্তির পূর্ণতায়
ভিজুক শরীর মন
ভাজে ভাজে।


শিশির বিন্দু ঝরে পড়ে
ঘাসের উপরে
ভিজে যায়
কিরণ উত্তরীয়
পরশ দিয়ে।।



---------