তুমি এলে স্বপ্নময় দিনে
যদিও এলে শেষ রাতের সাহসী স্বপ্নে
স্বপ্নে শুধুই আসবে?
এসো নীলাম্বরী
আগামীর চিরন্তনী গানে
যে গান জীবনের গান গায়।।