(কবি পাপিয়া আক্তার'র কবিতা পড়ে)


রাতের আকাশে উজ্জ্বল আলোকিত
তুমি বল রাতের আকাশ দেখতে
চাঁদে তাঁকালে দেখব তোমাকে
অনুভবে ভিজে যাব জোছনার প্লাবনে
তবেই পাব তোমায় আমার সীমানায়!


তুমি বললে বসুন্ধরার মাঝে
অনুভবে আমাকে পা ফেলতে
স্মৃতিচিহ্ন রেখে আমাদের
ভালোবাসার!
যদি অনুভবে বিপ্লবী হওয়া
কবিতায় সাম্যে গানে তবে
বিপ্লব হবে কোন সে কালে
বলতে পার?


অস্থির মন কাঙ্গাল হৃদয়
সেতো তোমার শূন্যতা
কাব্যের অজানা সুখ
মাখোমাখো প্রগাঢ়তা
এখানে তুমিই অনুপস্থিত
ভাসাতে আর ভেজাতে কিংবা
হৃদয়ের আকুতি তুমি অনুভব কর কী?


রিক্ত মাঝে অপূর্ণতা
ভয় শূণ্য বিরহী বাতাসে
তুমি বসন্ত কোকিল নও
শুধুই বিরহ
"ভেবে নিও পাশে আছি"
এই বলে জীবন জয়ের গানে কি করে গাইবে?