হে জননী
হে বাংলা মায়ের প্রিয় স্বজন
তোমার রক্তে প্রবাহিত আমাদের উত্তরাধিকার।


জন্ম জন্মজয়ন্তীতে সাজে প্রিয়
বাংলা আর বাঙালি  প্রাণের বাংলাদেশ।


হে জননী আত্মজ
স্বজন চির আপন   করে তুমিই বীর আত্মমর্যাদা রক্ষা করে এগিয়ে যাও গ্রাম থেকে শহর নগরে,
জয়ী তুমি নিরবচ্ছিন্ন ত্যাগে
বিশ্বজয়ী আসন অলংকৃত করে আপনাকে
করেছো আপন।


যারা একাত্তরে হারিয়েছে পিতা মাতা ভাই ভগ্নিকে তারাও অপেক্ষায় ছিল তেইশটি বছর তোমাকে স্বজন ভেবে জয়ী করবে
পাহারা দিতেই রাতজাগা পাখির মতো
যেন জয় করতে পারে মানুষ তার
সংগ্রামে বিপ্লবে মৌলিক অধিকার প্রতিষ্ঠায়
শুধু তোমাকে জয়ী করবে বলেই
হে জননী।


তুমি যখন আমাদের স্বপ্ন লড়াইয়ে
জয়ী হলে
তখন যেন মানুষ ফিরে পেল একটু স্বাধীনতা।

কাংখিত স্বপ্নবীজ বপন করে বাংলার চিরদুখী সন্তান
যারা এখন সেই স্বপ্নের পথে হেঁটে যায় প্রজন্ম থেকে প্রজন্মে।