তুমি কি করে ভুলে থাকো সেই সময়গুলো যে সময় এসেছিল অবিরাম সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা জেগে উঠেছিল মনে তুমি ছিলে সেই সুসময়ে।


সব ভুলে থাকা যায় কি?
অবিনাশী কবিতার মতো সম্মিলিত উচ্চারণ ছিলো তোমার সাথে কবির আর কবিতার শুদ্ধ উচ্চারণ করে এসেছিল প্রেম তুমিই জাগিয়ে তুলেছিলে মনের কোনে।


সব ভুলে গেলে পরাজিত হয় ভালোবাসা যে স্বপ্নের পথে এগিয়ে ছিল কবি প্রিয় কবিতার মতো
তুমি প্রেমময় ভুবন তৈরি করেছিলে
সব কষ্ট ভুলে জয় করতে তোমাকে  
তুমি ভুলে গেলে সব তবে কি সুখ ছুঁয়ে দেখছো এখন।


সব ভুলে ভালো থাকা যায় কি?
যদি প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে কিন্তু উত্তর জানতে ইচ্ছে করে প্রিয়তমা!
তুমি জয়ী হয়ে থাকো সব ভুলে
তবে ভালো থেকো অবিরাম সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখে।