অতীত ভুলে এগিয়ে যাও তুমি
আমি বলি অতীত ভুলে গেলে ভুল হবে পরাজয়ের আশংকা থাকে।
সব কিছু ভুলতে নেই
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে তোমাকে উপলব্ধি করি বারংবার
কোথায় ভুলে থাকতে পারলাম বলতে পারো?
সব ভুলে থাকা যায় কি?
আজ যে সূর্য উকি দিল প্রথম সকালে সেও ভুলেনি অতীত
গতকাল তার ফেলে আসা দিনমান নিয়ে দিয়েছে আজকের আলো রাঙা প্রভাত নিয়ে।
সব ভুলে তুমি কি আগের অবস্থানে আছো;
যদি তাই থেকে থাকো তবে তুমি পেরেছো।
অবিনাশী স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে
জয় করতে কবিও তোমাকে আবিষ্কার করেছিল পরম সুখে কিংবা দুখে-
এগিয়ে যেতে একটা স্বপ্ন দেখে সুখ ছুঁয়ে দেখতে।
অতীত ভুলে এগিয়ে যাওয়া যায়না আলো আঁধার নিয়ে এগিয়ে যেতে হয়,
এগিয়ে যায় মানুষ চিরন্তনের পথে।
সব ভুলে গেলে পরাজিত হয় ভালোবাসা
একজন প্রেমিক পুরুষ একজন কবি
আর তুমি সব ভুলে ভালো থেকো।