সব যদি নষ্টদের দখলে যায়
নষ্ট হলে মানুষ পঁচে
গলে হয় তার শেষ
তুমি কোন উৎসব কর?
নিজেকে আবিস্কার করেছিলে কখনো
কোন পথে হেটে যাও
একদিকে সোনালী সূর্য উঠেছে দিতে আলো ঘুচাতে সব অন্ধকার
অন্যদিকে নিগুঢ় কালো অন্ধকার
এখানে কেউ কাউকে দেখবে না
চিনবে না
মানুষ পঁচে গেলে সব হয় নিঃশেষ।
লম্বা লাইন দাঁড়িয়ে আছে কিছু নষ্ট মানুষ
যাদের স্পর্শ পেলে সব নষ্ট হয়ে যায় নিঃশেষ হয় আত্মবিশ্বাস।
সময় বড়ো অভিমানী হলে পিছিয়ে পড়ে মানুষ
সময়কে উপভোগ করো সৃজনে মননে
তুমি কে?
কেমন তোমার ইতিহাস?
মানুষ পঁচে গেলে
বিবেগ বলে কিছু থাকবেনা
সমাজ নষ্ট হলে
নষ্ট হবে দেশ মানচিত্র
হাজার বছরের ইতিহাস আদিপর্ব সংস্কৃতি।
তুমি কোন পথে হেটে যাও হে অবিনাশী
হে সংগ্রামী মানুষ
ইতিহাস ভুলে গেলে পরাজিত হবার আশংকা থাকে
তুমি জয়ী হও হে সুন্দর হে বিপ্লবী মানুষ।
একুরিয়াম ভরতি মাছ ধরে রেখে বীরত্বের কিছু নেই।
বন্দী করে দিওনা সব আলো
তাকে আসতে দাও
এই নিগুঢ় কালো অন্ধকারে মিলিয়ে গেলে
পরাজয়ের গ্লাণি নিয়ে ফিরে আসতে হবে।
নিজেকে খুঁজে দেখো আত্মস্বীকৃত নষ্টরা এক হয়ে দাঁড়িয়ে আছে
তোমাকেও নষ্ট করে দেবে
একটু চেষ্টা করো নিজেকে আবিস্কার করো
কোন পথে হেটে গেলে
খুঁজে পাবে আত্মপরিচয়ের অন্বেষণে।