নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে যাও তুমি
হে দেবী হে প্রিয়তমা;
বদলে যায় সব
নদীর কাছে প্রশ্ন করে উত্তর চেয়েছি
বলেছে সব প্রশ্নের উত্তর জানতে নেই
জানতে হয়না।
নদী ও সমুদ্রের মাঝপথে
এসে দেখো হে প্রেমিক
নদীকে কতপথ পাড়ি দিয়ে
আসতে হয় সমুদ্রের মোহনায়!
নদীরও কষ্ট আছে আছে স্বপ্নময় স্বপ্ন
দিনবদলের স্বপ্ন বুকে নিয়ে
এগিয়ে যায় নদী
তাকে যে মিশে যেতে হবে
সমুদ্রের মোহনায়,
এটাই নদীর স্বার্থকতা।
হে দেবী হে মহারাণী
যতবার প্রশ্ন করেছি তোমার কাছে,
জীবনের কাছে
তোমরা শুধুই হেসেছো
কিন্তু উত্তর কেউ দাওনি।
বদলে যাওয়ার নাম কী জীবন?
সবাই বদলে গেছে
বদলে গেলে তুমি!
অনন্ত পথের শেষ প্রান্তে
আর কেউই আসবেনা ভেবে
ভেবেছিলাম তোমার অস্তিত্ব খুঁজে
পরাজিত হতে ইচ্ছে ছিল
হয়তো ভালোবেসে
স্বপ্নে লুকায়িত আলিঙ্গনে
একটু ছুঁয়ে দেখার অনবদ্য চেষ্টা।
নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে যাও তুমি
হে দেবী হে প্রিয়তমা।