কত সহজে বদলে যাওয়া
বদলে যায় তোমার অবয়, কণ্ঠ,
রুদ্রমূর্তি ধারণ কর তুমি!
আর আমি তখন বিষাদময় জীবনে নেমে আসি অন্ধকারে।
জীবন কি আলোকময়?
যা তুমি দেবার চেষ্টা করনি কোনদিনই!
যদি বলি তুমিই থমকে দিয়েছো জীবনের গতি;
হ্যাঁ সত্যিই তাই।
দুঃখের দিনে নাইবা এলে ভেবেই যদি থাক সুখময় অনুভুতিতে আসবে কি করে।
ভেবেছিলাম জীবনের জয় গানে সবাই থাকবে, থাকবে তুমি
কিন্তু একি! সব ভুল ভুল ভাবনা।
সব ভাবনা যে সত্যি নয় সে আজ বুঝেছি ;
তোমারতো আমারই পাশে থাকবার কথা ছিল!
তুমিই বকেছিলে থাকবে আমার পাশে সুখে কিংবা দুঃখে অথচ থাকলে না।
কত সহজে বদলে যায় মানুষ বদলে যায় সবকিছু।