এভাবে ভুলে থাকবে
সবকিছু ভুলে কী থাকা যায়?
ভালোবাসার অনাবিল পাওয়ায়
দিয়েছিলে স্পর্শ মাধুরীমাখা অনুভুতিতে...
পূর্ণিমা রাত শিশির সিক্ত ঘাস
কালো পাহাড় রক্তমাখা লাল সিঁদুর
লুকিয়ে যাওয়া লজ্জাবতী
সবকিছু ভুলে যাও তুমি!
আমিতো পারিনি ভুলে যেতে সব-
লোকালয় থেকে অনেক দূরে তুমি আর আমি মিশে গিয়েছিলাম কালো পাহাড়ে
তোমার কোলে মাথা রেখে বলেছিলাম
ভালোবাসা সে এক অনাবিল পাওয়া
যা আজ দিয়েছো আমাকে।
প্রগাঢ় স্বপ্নে বেঁধেছি দুজনা একটি মাত্র স্বপ্নে
তাহলে আজ কি সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত?
কেন সেদিন স্বপ্ন দেখিয়েছিলে আজ আমার বড় জানতে ইচ্ছে করে প্রিয়তমা?
যতবার তোমাকে প্রশ্ন করেছি ততবার-ই তুমি এড়িয়ে গিয়েছ দারুন ছলনায়!
কিন্তু আমি এখনো আছি প্রেমিক বেশে
যা প্রথম দেখায় দেখেছিলে তুমি।
তবুও যদি তুমি ভালো থাক যদি তুমি জীবনকে জয় করে থাক পরম সুখে
তাইতো তোমার জন্য প্রার্থনা সাজাই প্রিয়তমা
তুমি ভালো থেকো পূর্ণাথী হয়ে।